শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লাকসামে আগুনে তিন পরিবারের ৯ ঘর পুড়ে ছাই

মো. জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে ভয়াবহ আগুনে তিনটি পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হামিরাবাগ গ্রামের আমিরুল ইসলাম ও তার চাচাতো ভাইসহ তিনটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ নয়টি ঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা রান্নাঘরে গ্যাস সিলেন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ঘরগুলো ভস্মীভূত হয়ে যায়। এতে ঘর থেকে কিছুই সরাতে পারেনি কেউ। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ওই এলাকায় অত্যন্ত অসহায় ও নিরীহ। ক্ষতিগ্রস্ত পরিবার এ ক্ষতি সহজে কাটিয়ে উঠতে পারবে না বলে জানান এলাকাবাসী।

আগুন লাগার খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পাশ্ববর্তী ঘরগুলো রক্ষা করতে সক্ষম হন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *