বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি

আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ্ আজমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমী ভবন-১ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাস থেকে স্বৈরাচার দুর্নীতিবাজ ও গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত ভিসি ড. শাহ্ আজম এই বিশ্ববিদ্যালয়টিকে এক প্রকার আওয়ামী লীগের পার্টি অফিস তৈরি করে ফেলেছিলো। স্থানীয় আওয়ামী ফ্যাসিস্ট এর সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছি। স্থানীয় আওয়ামী লীগের সাথে তার মদতের কারণে ছাত্র আন্দোলনের সময় আমরা নিরাপত্তাহীনতায় ছিলাম এবং অনেক হুমকি দিয়েছে। সে সময় আমাদের প্রশাসন ছিলেন নিশ্চুপ। তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। এ ধরনের নিরব নিশ্চুপ মেরুদণ্ডহীন দালাল প্রশাসন ভিসি আমরা চাই না । আমরা স্পষ্টভাবে তাকে বলতে চাই তিনি স্ব-সম্মানে এখান থেকে বিদায় নিক। সে আমদের শিক্ষক। তার সাথে আমরা কোনো দ্বন্দ্বে যেতে চাই না।

এসময় ভিসির পদত্যাগ দাবিতে বক্তব্য শিক্ষার্থী মো. হৃদয় সরকার বলেন ,গত ৫ আগস্ট রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ঘেরাও হলে ভিসি ড. শাহ্ আজমকে আমাদের সহায়তায় সেভ জোন দিয়ে বের করে দেয়া হয়েছে। তারপরও এই রবীন্দ্র ইউনিভার্সিটি ত্যাগ করার চিন্তাভাবনা বাদ দিয়ে শিক্ষক ও বিভিন্ন মহলে সাথে সমন্বয় করে উনি আবারও শক্ত অবস্থানে স্বপদে আসার জোর চেষ্টা করছেন।

আরো বক্তব্য দেন, মাহফুজ আলম সমুদ্র, মো. পিয়াস উদ্দিন মউদুদ আহমেদ, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান স্বপনসহ অন্যান্যরা।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ্ আজম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমার সাথে দুই দফা তারা বৈঠক করেছেন। তারা ১৩ দফা দাবি করেন এবং বাস্তবায়ন চান। তাদের সাথে আলোচনা করে ক্রমেই সেই ১৩ দফা বাস্তবায়নের করার চেষ্টা করছি। তার ভিতরে উপাচার্যের পদত্যাগের দাবিতে ছিল না । এখন কে বা কারা এই আন্দোলন করছেন সেটি আমি জানি না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ