
মো: আলমগীর হোসেন, মৌলভীবাজার: পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
প্রতিযোগিতায় ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ৬ জন হাফেজ ও আলেম। ক, খ, গ ও হিফজ গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া ৪ জন ছাত্রীকে বিশেষ নগদ পুরস্কার প্রদান করা হয়।