
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ধহকুলায় বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও নানীসহ কমপক্ষে ৫ জন।
রোববার সকালে আশাশুনি-সাতক্ষীরা সড়কের দহকুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুটি নাম মোস্তাকিম বিল্লাহ (২)। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের সাফিয়া খাতুনের ছেলে। তবে তার বাবার নাম জানা সম্ভব হয়নি। আহতরা হলেন, পাইকগাছা সদরের আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন(২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুর রহমান জানান, মোস্তাকিম ও তার নানী নাজমা খাতুনকে সাথে নিয়ে মা সাফিয়া খাতুন ইজিবাইকে ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরায় আসছিলেন। রামচন্দ্রপুর এসে পৌছালে পেছন থেকে সাতক্ষীরাগামী একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। পরে স্থানীয়রা আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।