রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়।

কর্মসূচিতে নিহত মাহবুবুল এর স্বজন, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। শেখেরচর ভগিরথপুর মাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুর হয়ে পৌলানপুর মাদ্রাসা প্রদক্ষিণ করে ঈদগাঁহ মোড় গিয়ে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। তাদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত ঘরে ফিরবে না এবং প্রয়োজনে রক্তের বদলে রক্ত নিয়ে আইন হাতে তুলে নেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, নিহতের ছোট ভাই হাফিজুল উল্লাহ, মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিরজ্জামান মনির, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, পাচঁদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুইজন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *