রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কামালপুর ইউনিয়নের দড়িপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি নারী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু।
দড়িপাড়া ইয়াং স্টার স্পোর্টস ক্লাবের সভাপতি সৌরভ মাহমুদ মিশুর আয়োজনে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জামিরুল ইসলাম, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাভলু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু, সাধারণ সম্পাদক শাহ আলমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।