আবিদ হাসান, হরিরামপুর, (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগি অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে ১৪, ১৫ ও ১৬ আগস্ট সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
এর মধ্যে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া অনুষ্ঠান হবে।
দলীয় কর্মসূচি অনুযায়ী দ্বিতীয় দিনে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সকালেই উপজেলা চত্বরে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।