বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে ভুয়া পুলিশ সদস্যকে আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর

কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা শিক্ষককের কাছে ভূয়া ডিএসবি পুলিশ সদস্যর পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।

রবিবার দুপুর দুইটার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা। আটককৃত ওমর ফারুক দিনাজপুর সদর থানার পাঁচপুল হাজীপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আটক ওমর ফারুক আজ দুপুর বারোটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়নের আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের তথ্য পাঠানোর কথা বলে নিজেকে ডিএসবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত শিক্ষককের কাছে টাকা দাবি করে।

পরে তার কথাবার্তা সন্দেহ জনক মনে হলে স্থানীয় জনতা সহ তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বাগদোড় মাদ্রাসা সুপার মোঃ মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, আটক ওমর ফারুক একই দিন তার মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক মোঃ তারেক হোসেন এর কাছ থেকে, মোবাইলে সার্টিফিকেট ও আইডি কার্ডের ছবি তুলে পুলিশের তথ্য পাঠানোর কথা বলে ৩০০০ তিন হাজার টাকা নিয়ে আসে। আটকের খবর পেয়ে থানায় এসে জিজ্ঞাসা করলে সে স্বীকার করেছে বলে জানান তিনি।

এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুজন মিঞা বলেন, ভূয়া ডিএসবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষককের কাছে টাকা দাবি করায় স্থানীয় জনতা ওমর ফারুক নামে একজনকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পৌঁছালে স্থানীয় জনতা আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দুটি ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ