কারিগরি শিক্ষার বই প্রকাশে শীর্ষ প্রতিষ্ঠান হক পাবলিকেশনস্। একাডেমিক, উচ্চ শিক্ষার প্রস্তুতি সহায়ক, চাকরি প্রস্তুতি কিংবা দক্ষতা বৃদ্ধির সহায়ক বিশাল বইয়ের সমাহার তাদের প্রতিষ্ঠানের। হক পাবলিকেশনস্ এর অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে রয়েছে- প্রাইম পাবলিকেশনস্, জি. মাওলা বুক হাউজ, সেন্ট্রাল টিভেট পাবলিকেশনস্।
কারিগরি অঙ্গনের অন্যতম এই প্রতিষ্ঠানটি বই প্রকাশ ছাড়াও কাজ করছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন নিয়েও কাজ করছে। সম্প্রতি হক পাবলিকেশনস্ এর পৃষ্ঠপোষকতায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রংপুরে ক্যারিয়ার মিটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে আলোচকবৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক নানা পরামর্শ প্রদান করেছে। এরপর নোয়াখালীতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যারিয়ার মিটআপ প্রোগ্রাম হয়। যেখানে নোয়াখালী ছাড়াও ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। তাদের পৃষ্ঠপোষকতায় এরকম শিক্ষার্থী বান্ধব আরও আয়োজন করবেন বলে জানান হক পাবলিকেশনস্ এর ব্যবস্থাপনা পরিচালক মো. হামিদুল হক মামুন।
ক্যারিয়ার গাইডলাইন সহ হক পাবলিকেশনস্ এর এমন ব্যতিক্রম আয়োজনে শিক্ষার্থীদের বেশ সাড়া মিলে, তারা বেশ সন্তুষ্ট এসব আয়োজনে অংশ নিতে পেরে।