
এস.এম পারভেজ আলম (আদেল): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) কে কটুক্তির প্রতিবাদ ও ফাঁসির দাবীতে কালিকচ্ছে নবী প্রেমিক মুসলমানদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার বিভিন্ন স্হান থেকে আগত মুসল্লীদের সমন্বয়ে নবী সা. কে অবমাননাকারী কালিকচ্ছ মনিরবাগ এলাকার সুভাষ দাস ও সুমন দাসের ফাঁসির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আইন পরিবর্তনের মাধ্যমে নবী করিম সা. এর কটুক্তিকারীদেরকে শাস্তি দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, গত একমাস পূর্বে Sk Soman Vhi নামক একটি ফেসবুক আইডি থেকে কালিকচ্ছ মনিরবাগ এলাকার বাসিন্দা সুমন দাস রাসুলে পাক সা. এর বিরুদ্ধে একটি অবমাননাকর পোস্ট দেন। এতে উত্তপ্ত হয়ে উঠে সরাইলের ধর্মপ্রাণ মুসলমানেরা। তখনকার পরিস্থিতি উত্তাপ ছড়ালে পুলিশ প্রশাসন সহোদর দুই ভাই সুভাষ দাস ও সুমন দাসকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
বর্তমানে তারা কারা অন্তরীন। এরই ধারাবাহিকতায় আজ বাদ জুমা সরাইলের কালিকচ্ছ বাজারে তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাসুক, মুফতি মোহাম্মদ বশির উল্লাহ, কালিকচ্ছ বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইউসুফ আকরামসহ আরো অনেকে। সমাবেশটি সঞ্চালনায় ছিলেন হাফেজ মোঃ ইদ্রিস।











