বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্ধযুগেও শেষ হয়নি দুই সেতুর নির্মাণ

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): অর্ধযুগেও শেষ হয়নি পীরগঞ্জের করতোয়া নদীর ওপর ২টির সেতুর নির্মাণকাজ। গত ২০১৮ সালে শুরু হলেও সেতু দুটির নির্মাণকাজ ৬ বছরেও শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

একাধিকবার কাজের মেয়াদ বাড়িয়েও নির্মাণ কাজ শেষ না করেই কৌশলে মালামাল সরিয়ে কাজ সম্পন্নে অপারগতা প্রকাশ করে জরিমানা দিয়েছে ঠিকাদার। টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ প্রাপ্ত হয়ে ওই বছরের ৯ মে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান পিপিএলজেভি ৫২ ছাত্তার ম্যানসন ও প্যান্স লাইন্স ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর নির্মাণকাজ শুরু করে।

সরেজমিন জানা যায়, রংপুর-দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে পীরগঞ্জ উপজেলার জয়ন্তীপুর ও নুনদহ ঘাটে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ২৮ মাস মেয়াদি ২টি সেতু নির্মাণের কাজ শুরু করে। শর্তানুযায়ী বিগত ২০২০ সালের ২২ সেপ্টেম্বরের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত নুনদহ ঘাট সেতুর ৪৪ শতাংশ এবং জয়ন্তীপুর ঘাটে সেতুর ৩৩ শতাংশ কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর ওই প্রতিষ্ঠানটি কাজ স্থগিত রেখে অপরাগতা প্রকাশ করে। এখনো অধিকাংশ কাজই বাকি রয়েছে। নির্মাণ হয়নি সংযোগ সড়কও। বাধ্য হয়ে পূর্বের মতো ঝুঁকি নিয়ে নৌকা ও বাঁশের সাঁকোয় পার হচ্ছে দুই জেলার পার্শ্ববর্তী এলাকার প্রায় ৮ লাখ মানুষ। সেতু দুটির নির্মাণকাজ শুরু হলে দিনাজপুরের ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ লাখ মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাওার স্বপ্নপূরণে আশাবাদী হয়ে ওঠেন। ফলে যোগাযোগব্যবস্থা সহজ, ব্যবসা-বাণিজ্যে উন্নতির প্রভাব পড়ার পাশাপাশি এলাকার কৃষকদের কৃষিজাতপণ্য সহজে পরিবহনের ফলে নিকটতম হাটবাজারে বিক্রিতে কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু নির্মাণকাজ বন্ধ হওয়ায় সেই স্বপ্নপূরণে দীর্ঘ প্রতীক্ষা করতে হচ্ছে।

এলজিইডি পীরগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সিআইবি প্রজেক্টের মাধ্যমে করতোয়া নদীর ওপর জয়ন্তীপুর ঘাটে ২৯৪ মিটার দৈর্ঘ্য ও ৯.৮ মিটার প্রস্থে ফুটপাতসহ এই সেতু নির্মাণের জন্য ২৯ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ২০৩ টাকা বরাদ্দ দেয়। এ ছাড়াও রংপুরের পীরগঞ্জ উপজেলা সীমানায় ৩৮৭ মিটার ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সীমানায় ৪৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণকাজ হাতে নেওয়া হয়। একই প্রকল্পের আওতায় নুনদহ ঘাটে ব্রিজ নির্মাণসহ চতরা জিসি গিলাবাড়ী ঘাট ভায়া নিশ্চিন্তবাটি প্রাথমিক বিদ্যালয় সড়কে নুনদহ ঘাটে ৩০১ মিটার দৈর্ঘ্য ও ৯.৮ মিটার প্রস্থে ফুটপাতসহ সেতু নির্মাণের জন্য ২৬ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮৭৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। এখানেও রংপুরের পীরগঞ্জ উপজেলা সীমানায় ২৫০ মিটার ও দিনাজপুরের সীমানায় ১৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করার কথা।

পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, সেতু ২টি নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নুনদহঘাট ব্রিজের চুক্তির ৮০ শতাংশ কাজ সম্পন্নের হিসাব দিয়েছি। এই সেতুর রি-টেন্ডার দ্রুত হয়ে যাবে। এদিকে জয়ন্তীপুরঘাট সেতুর রি-টেন্ডার করা হয়েছে। এই ব্রিজের কাজ প্রায় ৬০ শতাংশ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ১ কোটি ৫১ লাখ টাকা জরিমানা আরোপ করে তা সরকারি কোষাগারে ইতোমধ্যে জমা করা হয়েছে। দ্রুতই সেতু ২টির অবশিষ্ট কাজ সম্পন্নে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ আরম্ভ করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *