শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ত্রের সঙ্গে ‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার পর নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাবিল হোসেন (২২) বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল তার ফেসবুক আইডি ‘নাবিল (নাবু)’ থেকে একটি রিভলভার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। ছবির নিচের ডান পাশে লাল রঙে ইংরেজিতে লেখা ছিল ‘সুইটহার্ট’। বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকার মহিলা কলেজের পাশের বড় মাঠ থেকে তাকে আটক করে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, নাবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত সোমবার তাকে দিনাজপুর আদালতে তোলা হয়।

তিনি আরও বলেন, প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কারণে নাবিল ফেসবুকে একটি অস্ত্রের ছবি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন— ‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ