
মো: গোলাম মোরশেদ, রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিপন প্রামানিক (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। একই সময় একই গ্রামের আফজাল খানের ছেলে মানিক খান (৪২)-কেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানিক খান ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোষগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ঘকুড়া শাহার ছেলে আব্দুল মজিদ শাহা (৪৯)- কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মজিদ গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।