
যায়যায় কাল প্রতিবেদক: উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশিকা বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ম বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়।
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার জন্য একটি নিয়ম জারি ছিল।
এই রীতি অন্য উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যাদের ‘স্যার’ বলা হতো। অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে এ নিয়ম বাতিল করেছে। প্রটোকল নির্দেশিকা পর্যালোচনার জন্য কমিটিও গঠন করেছে।