
মোঃ ছাইদুল্লাহ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কসবার চাঞ্চল্যকর জোড়া খুনের অভিযুক্ত আসামী ছামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছেন কসবা থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে কসবা থানা ওসি তদন্ত রিপন দাসের নেতৃত্বে গ্রেপ্তার করা হয় তাকে। ওইদিন রাতেই তাকে কসবা থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃত ছামিউল ইসলাম ওরফে ছামির পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে। গত ২ মার্চ রাতে সে তার স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গিয়েছিলো। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছামিউল স্বীকারোক্তি দেয় স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের কারণে স্ত্রীকে হত্যা করে সে। স্ত্রীকে হত্যার সময় শ্যালিকা স্মৃতি আক্তার দেখে ফেলায় তাকেও শ্বাসরোধে হত্যা করে ছামিউল। সাংবাদিকদের ব্রিফিংয়ে এমনটাই জানান কসবা থানা ওসি এবং আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
প্রসংসগত, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুরবাড়ীতে বেড়াতে এসে স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে স্বামী ছামিউল ইসলামের বিরুদ্ধে। রোববার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ধ্বজনগর গ্রামের মৃত রৌশন মিয়ার মেয়ে ছামিউলের স্ত্রী জোতি আক্তার (২০) ও শ্যালিকা স্মৃতি আক্তার (১৩)। ঘটনার পর জানাজানি হওয়ার আগেই পালিয়ে যায় ছামিউল। পালিয়ে চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অবস্থান নেয় । মঙ্গলবার বিকেলে প্রযুক্তির সহায়তায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে। আরও বিস্তারিত উদঘাটনে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে।