যায়যায় কাল প্রতিবেদক : দেশে চলমান আন্দোলনের জেরে ঢাকার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা হয়েছে।
এ খাত সংশ্লিষ্টরা জানান, গতকাল প্রতি ডলারের দাম ১২২-১২৩ টাকার মধ্যে ছিল। দুই সপ্তাহ আগে ছিল ১১৮-১১৯ টাকার মধ্যে।
মানি এক্সচেঞ্জাররা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ডলার পাঠাতে না পারায় রেমিট্যান্স প্রবাহ কমে যায়, যে কারণে বৈদেশিক মুদ্রার বাজার অস্থির হয়ে উঠেছে।