রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠিত

মো. ইমাম উদ্দিন সজীব, বেগমগঞ্জ: চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় নতুন বছরের সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার হল রুম ও চন্দ্রগঞ্জ বুড়া হুজুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

সবক ও দোয়া ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোসাররাফ হোসাইন।

মাদ্রাসার সহকারী অধ্যপক মাওলানা জসিম উদ্দিন ও প্রভাষক আনোয়ার হোসেনের পরিচালনায় এ সময় আলোচনা করেন, মাদ্রাসার সহকারী অধ্যপক (বাংলা) জসিম উদ্দিন হালালী, সহকারী মাওলানা মীম সোহাইল হোসাইন, আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলাউদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যপক মাওলানা শওকত আলী।

প্রধান অতিথি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোসাররাফ হোসাইন বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে। সেজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনেে মনযােগী হতে হবে। তিনি প্রকৃত মানুষ হিসেবে নিজকে গড়ে তুলতে মােবাইল ফােন ব্যবহার পরিহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ