সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে আওয়ামী যুবলীগ নেতাসহ গ্রেফতার -৩ 

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গত মঙ্গলবার রাতে চাটখিল থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল (৪৮), পৌর  আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন (৪৪) ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম জিহাদ (২৪)।
স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, গত (২৪ জানুয়ারী) ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর  উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ মিছিল বের করে। এসময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার একদিন পরে দুই ছাত্রলীগের কর্মীকে গ্রেফতার করা হয়। ঘটনার  ১৬দিন পর চাটখিল পৌর পরিবহন শ্রমিক দলের নেতা মাসুদ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় চাটখিলের বাহিরে দেশে-বিদেশে  আত্মগোপনে থাকা ৮৪জন সহ অজ্ঞানাম আরও ৭০/৮০ জনকে আসামী করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের কে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ