
আব্দুল মোমিন শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় গত শুক্রবার সকালে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে রিকশাচালক আলাল শেখের বাবার হাতে উপজেলা পরিষদের তহবিল থেকে চিকিৎসা সেবার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে চারটায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আহত রিকশাচালকের বাবা আফজাল শেখের হাতে মানবিক অর্থ সাহায্য তুলে দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী ও পরিষদের চেয়ারম্যান শাহ জামাল সিরাজী।
উল্লেখ্য, গত শুক্রবার পৌর শহরের রেজিস্ট্রি বাজার এলাকায় মোটরসাইকেলের সরানোর কথা বলায় শহরের শান্তি নগর এলাকার আব্দুল হাকিমের ছেলে আদনান হাবিব অনিক (২৬) রিকশাচালক আলাল শেখকে ছুরিকাঘাত করে। এ দৃশ্য স্থানীয়রা দেখে অনিককে আটক করে গণধোলাই দিয়ে ওই রিকশাচালককে উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, অতিরিক্ত পুশিল সুপার (শেরপু-ধুনট) সার্কেল মো. সজিব শাহরিন ও অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী এলাকায় শান্তি নিবারণের স্বার্থে বিচারের আশ্বাস দিয়ে আদনান হাবিব ওরফে অনিককে আটক করে থানায় নিয়ে যেতে নির্দেশ দেন। অভিযুক্ত আদনান হাবিব অনিক বর্তমানে জেল হাজতে রয়েছেন।