মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাট সদরে রুকন সম্মেলন অনুষ্ঠিত

মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।

এ ছাড়াও উপস্হিত ছিলেন ধলাহার ইউনিয়নের আমীর মাওলানা আসাদুজ্জামান, দোগাছী ইউনিয়নের মাহফুজুল ইসলাম, ভাদসা ইউনিয়নের আমীর মোহাম্মদ আলী, মোহাম্মাদাবাদ ইউনিয়নের আমীর আব্দুল গফুর, পুরানাপৈল ইউনিয়নের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, আমদই ইউনিয়নের আমীর প্রভাষক আরিফুল ইসলাম, বম্বু ইউনিয়নের আমীর মাওলানা আসাদুল ইসলাম আসাদ, জামালপুর ইউনিয়নের আমীর মুফতি দেলোয়ার হোসেন, চকবরকত ইউনিয়নের আমীর মাওলানা নাজিম উদ্দীন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হলে রুকনদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। জামায়াতের প্রতিটি সদস্যকে ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সকল অন্যায়ের মূলোৎপাটন ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে অসৎ লোকদের নেতৃত্বকে বিদায় জানাতে হবে।”

সম্মেলনে রুকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, “এই যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার পথে আত্মনিয়োগ করেন, তারা সৌভাগ্যবান। এই পথের প্রতিটি পদক্ষেপই আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলে এ সম্মেলনের বিভিন্ন পর্ব। এতে জয়পুরহাট সদর উপজেলার পুরুষ রুকনগণ অংশগ্রহণ করেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ