মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জলঢাকায় পুষ্টি সমন্বয় কমিটির পরিকল্পনা সভা ও অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা ও পুষ্টি কর্ম – পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আজ (২৮ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, প্রানী সম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী ও জানো প্রকল্পের এফও খুরশিদা রহমান প্রমুখ।

জানো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক দুলাল চন্দ্র বর্মন বলেন, পরিকল্পনা সভা ও অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল দফতর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন আগামী এক বছরের জন্য। এছাড়াও পুষ্টি কর্ম-পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন পরিচালনা করেন কেয়ার বাংলাদেশ-এর আইসিটি অফিসার রুকসানা আব্বাসী।

জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভা ও ওরিয়েন্টেশনের আয়োজন করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *