
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় এলাকায় জমি চাষ করার সময় ট্রাক্টের নিচে পড়ে ১৩ বছর বয়সী আকাশ নামের এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে গজারিয়া দক্ষিণ পাড়ার একটি জমিতে চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আকাশ উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের উত্তর পাড়ার ফজলুল হকের ছেলে। নুরে হাফেজিয়া মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলামের জমিতে তার ভাই আজিজুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় ভাতিজা রাসেল বাবু ট্রাক্টরে চড়ার বায়না ধরে। পরে তার চাচা তাকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করছিলেন।
স্থানীয় ও পুলিশ জানান, আকাশ আজকে সকালে গজারিয়ার একটি ধান খেতে মাছ ধরতে গিয়েছিল। পাশের একটি জমিতে চাষ করার এক পর্যায়ে ট্রাক্টরের নিচে পড়ে যায়। তারপর ট্রাক্টরের লোহার ফালে পেঁচিয়ে যায় আকাশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে লাশটি উদ্ধার করেন পুলিশ।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরের নিচে পড়ে এক মাদরাসার ছাত্র মারা গেছে। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক টাক্টরটি আটক করেছি।