
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে চট্রলা ট্রেনের সাথে ধাক্কা লেগে সুমন (১৮) নামের এক কিশোর মারা গেছে।
সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়।
দুপুর দেড়টার দিকে চট্রলা ট্রেনের সাথে ধাক্কায় সুমন আহত হয়েছিল। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
সুমন চট্রগ্রাম জেলার ওয়ালেজ কলোনির মঈন উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান জানান, দুপুরে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চট্রলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পাড় হওয়ার সময় সুমন দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা লেগে গুরুত্বর ভাবে আহত হয়। তারপর পুলিশ গিয়ে সুমনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যায়।
তিনি আরও জানান, সুমনের মাথায় ও হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।