
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): মৃত প্রবাসী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদানের আগে সবশেষ তদন্ত সম্পন্ন করা হয়েছে।
রোববার দুপুর ২ টার দিকে রৌমারী উপজেলা নিবার্হী অফিসার এর অফিস কক্ষে মৃত প্রবাসী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান এর শেষ তদন্ত করেন আঞ্চলিক অফিস রংপুর সহকারী পরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার।
রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্ৰামের মৃত প্রবাসী আনিসুর রহমানের ওয়ারিশ হিসেবে উপস্থিত ছিলেন বাবা-মা, স্ত্রী ও কন্যা এবং রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্ৰামের মৃত প্রবাসী আলী রেজার ওয়ারিশ হিসেবে উপস্থিত ছিলেন বাবা, স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে ও রৌমারী উপজেলার সদর ইউনিয়নের গোয়াল গ্ৰামের মৃত প্রবাসী মনজিল হোসেনের ওয়ারিশ হিসেবে উপস্থিত ছিলেন বাবা-মা । মৃত প্রবাসী তিনজন সৌদি প্রবাসী ছিলেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বৈধভাবে বিদেশ গমনকারী মৃত কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান এর শেষ তদন্তে বলেন, যে সকল কর্মী ছুটিতে এসে দেশে মৃত্যুবরণ করেন তারাও আর্থিক অনুদান প্রাপ্ত হবেন। অধিকন্তু ডায়াসপোরা যারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেছেন এবং বৈধ কাগজপত্রবিহীন কর্মী কিন্তু বৈধভাবে কর্মরত ছিলেন তারাও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পাবেন।
এসময় আতাউর রহমান বলেন, কেউ কোন ধরনের অবৈধ লেনদেন করবে না। সরকারিভাবেই আপনারা অর্থ পাবেন।