শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিলেন সাংবাদিক এমআই ফারুক

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের বিষয়ে নেপালের কাঠমান্ডুতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ায় জলবায়ু সম্মেলন, এতে যোগ দিলেন সিনিয়র সাংবাদিক এম আই ফারুক আহমেদ।

এ অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের সাংবাদিক এম আই ফারুক আহমেদ। আয়োজনে এশিয়ান পিপলস্ মূভমেন্ট অন ডেট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) আন্তর্জাতিক সংস্থা।

জানাগেছে, সোমবার (১৫ আগষ্ট) বিভিন্ন দেশের সাংবাদিকবৃন্দ হিমালয় এয়ারলাইন্সের বিমানে করে নেপালের কাঠমান্ডুতে পৌঁছান। আন্তর্জাতিক এ সম্মেলনে সাংবাদিকদের যোগদানের মাধ্যমে গত মঙ্গলবার সকালে শুরু হয় জলবায়ু সম্মেলন।

এ সম্মেলনে সাংবাদিক ফারুক বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

তিনি আরো বলেন, এ বৈশ্বিক সমস্যা নিরসনের লক্ষ্যে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। আমাদের  সম্মেলনে সারাদেশের সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশের বিষয়টি সম্মেলনে গুরুত্বসহকারে তুলে ধরেছি। আমার মত অন্যান্য দেশের সাংবাদিকরাও তাদের নিজ নিজ দেশের মতামত অবস্থান তুলে ধরবেন আশাকরি।

তিনি বলেন, জলবায়ু সম্মেলনে আয়োজক সংস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি যেন বাংলাদেশের হয়ে সফলভাবে ও সুনামের সহিত সম্মেলন শেষ করে দেশে ফিরতে পারি। এটাই কামনা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *