মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দেশে প্রথম পাবলিক স্পিকিং অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন

আল জোবায়ের, স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ের লায়ন হুমায়ুন জহির মিলনায়তনে শুক্রবার এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’।

সারাদেশ থেকে একাধিক ধাপের যাচাই-বাছাই শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগী প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে রংপুরের ‘আরোহী আয়শা সালমা‘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১ম রানার্সআপ হন আদিবা সুলতানা আলিফা এবং ২য় রানার্সআপ নির্বাচিত হন সিলেটের ফৌজিয়া ইয়াসমিন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্লোবাল পাবলিক স্পিকার ও ট্রেইনার কাজী এম আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটি গল্প’ এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার, এবিসিডিই এর প্রতিষ্ঠাতা ও সিইও কাজী রাকিবুদ্দিন আহমেদ, কাজী কনসালটেন্টস এর পার্টনার প্রফেসর এসএম আরিফুজ্জামান, ই-ক্লাবের প্রেসিডেন্ট কামরুল হাসান, সান করপোরেশন লিমিটেড-এর সিইও ও প্রোপ্রাইটর মো: লুতফুর রহমান, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ এর সিএইচআরও ও বোর্ড সেক্রেটারি মুরাদ হোসেইন, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সার্ক রিজনের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর কে.এম হাসান রিপন, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: জুলফিকার আলী, এইচ আর প্রফেশনাল ও লিডারশীপ ট্রেইনার আলেয়া আকতার সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পাবলিক স্পিকিং অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা মো: সোলায়মান আহমেদ জীসান বলেন “বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সুন্দরভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতা গড়ে তুলতেই এই আয়োজনের উদ্যোগ। ভবিষ্যতে আমরা এটিকে জাতীয় পর্যায়ের একটি ব্র্যান্ডেড প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ