বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মো. মনজুরুল ইসলাম, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় শিশু (৭) ধর্ষনের দায়ে দুলাল (২৮) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেন।

বুধবার বেলা ১১ টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুলাল বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া এলাকার মোস্তাকিন এর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই বেলা ১১টার দিকে ভিকটিম শিশুটিকে পেয়ারা দেয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এঘটনায় শিশুটি গুরতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি জানালে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরের দিন ভিকটিমের দাদা বাদি হয়ে বাগাতিপাড়া থানায় দুলালকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। মামলা রুজু হলে ২৪ জুলাই দুলালকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি আনিছুর রহমান জানান, দীর্ঘ ১৩ বছর মামলাটি স্বাক্ষ্য প্রমাণ শেষে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত হওয়ায় দুলালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার করে আদেশ দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ