শুক্রবার, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউজ২১ বাংলা টিভির পরিচালক হলেন সাংবাদিক মেসবাহ উদ্দিন

ইতালি প্রতিনিধি: ইতালিতে বসবাসরত প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন বাংলাদেশের স্বনামধন্য আইপি টেলিভিশন ‘নিউজ২১ বাংলা টিভির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালি প্রবাসী সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা। সাংবাদিক মেসবাহ উদ্দিন দীর্ঘদিন যাবৎ নিউজ২১ বাংলা টিভির ইউরোপ ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অত্যন্ত নিষ্ঠা, মেধা, পরিশ্রম ও অদম্য সাহসিকতার সাথে কাজ করায় তাকে নিউজ২১ বাংলা টিভির পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন চ্যালেন কর্তৃপক্ষ।

সাংবাদিক মোহাম্মদ মেজবাহ উদ্দিন একজন দক্ষ ও সিনিয়র সাংবাদিক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান। তিনি স্বপরিবারে ইতালিতে বসবাস করেন। সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এর আগেও তিনি প্রিন্ট মিডিয়া ও কয়েকটি টিভি চ্যানেলে সুনামের সাথে কাজ করেছেন।

মেসবাহ উদ্দিন অল-ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েবাপিসি’র সাবেক সহ-সভাপতি, ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর আহবায়ক এবং আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন আইপিএ এর সদস্য। তাছাড়া তিনি বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং উপদেষ্টা।

সাংবাদিক মেসবাহ উদ্দিনের স্ত্রী শিরিন উদ্দিনও ইতালিতে সাংবাদিকতা করেন। তিনিও পদন্নোতি পেয়ে ইতালি ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সাংবাদিক মেসবাহ উদ্দিন একজন সাদা মনের মানুষ। তার এ সফলতায় ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নিউজ২১ বাংলা টিভির কর্তৃপক্ষ। আগামীতেও অত্যন্ত সুনামের সহিত কাজ করবে আশা প্রকাশ করেন চ্যানেলের এমডি দুলাল মিজি।

সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আরো যেন এগিয়ে যেতে পারি এ জন্য সহযোগিতা চাই এবং সকলের নিকটে দোয়া কামনা করি। ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, নিউজ২১ বাংলা টিভি আরো অনেক দূর এগিয়ে যাবে। এই চ্যানেলটি সবর্দা গণমানুষের মনের কথা বলে। ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের মনের কথা বলে। তাই এই চ্যালেনটি সবার প্রিয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমি আশা করি, খুব শিগগির এ চ্যানেল আর্ন্তজাতিক চ্যানেল হিসেবে যোগ্যতা অর্জন করবে। আমি অত্যন্ত আনন্দিত যে, নিউজ২১ বাংলা টিভি আমাকে সম্মানিত করে পরিচালক হিসেবে গ্রহণ করেছেন। সকলের কাছে দোয়া চাই যাতে এই চ্যানেলটি দ্রুত আরো এগিয়ে যেতে পারে।

নিউজ২১ বাংলা টিভির এমডি দুলাল মিজি বলেন, সাংবাদিক মেসবাহ উদ্দিন একজন খুবই ভালো মানুষ। তিনি তার দায়িত্ব পালনে খুবই আন্তরিক। আমার জানামতে তিনি বিভিন্ন মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। নিউজ২১ বাংলা টিভি তাকে পেয়ে ধন্য। তার আন্তরিকতা ও দায়িত্ববোধের কারণেই আমরা তাকে মালিকপক্ষ হিসেবে ডিরেক্টর পদে নিয়েছি। আমি তার কর্মক্ষেত্রে সফলতা কামনা করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ