বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 46;

নেত্রকোনা প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে নেত্রকোনায় নেওয়া হয়েছে দিনব্যাপী বর্ণিল আয়োজন।

শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার জেলার সর্বত্র বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকে শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট মাঠে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিনব্যাপী চলবে লোকজ মেলা, বর্ষবরণ উৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পালন করা হচ্ছে নববর্ষের উৎসব।

আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

জেলা প্রশাসনের এই আয়োজনের মাধ্যমে নববর্ষের আনন্দ জেলার সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ