খাঁন মো. আ. মজিদ
আমায় একি জ্বালা দিলারে
আরে বন্ধু কোথায় আমি যাবরে
আমায় কান্দাইয়ারে বন্ধু
কই গেছ চলিয়া (২) বন্ধু
তোমার জন্য মরতে পারি আমি
দেখা দাও আসিয়ারে বন্ধু
দিবানিশি কান্দি আমি
তোমারও লাগিয়া রে (২) বন্ধু
পিরিতে জীবন পিরিতে মরন
পিরিতে গলার হার
আর তো জ্বালা সহেনা আমার
আমি কি করি উপায় রে (২) বন্ধু
মজিদ বলে ও সোনার চান
জইলা পুইরা মইলাম রে আমি
চোখের জ্বলে বুক ভেসে যায়
দেওনা দেখা আসিয়ারে (২) বন্ধু