
মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া সদরের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের ১ম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের নবীনদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে কলেজের হালিমা রউফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজের সুযোগ্য অধ্যক্ষ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ এ কে এম শিবলী।
বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক কবি মহিবুর রহিম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল ইসলাম।
বক্তব্য রাখেন শিক্ষার্থী সুজন মিয়া।
স্বাগত বক্তব্যে কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ এ কে এম শিবলী শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মো. ইকবাল হোসেন বলেন, নিয়মিত ক্লাস, গ্রুপওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে আরো যোগ্য মানুষ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচছায় শিক্ত করেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয়। অনুষ্ঠান শেষে শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ ইকবাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেম।