শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশার বাস্তবায়ন চায় তেলুগু পরিচ্ছন্নতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ‘পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকুরি দিতে হবে’ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ নির্দেশনার বাস্তবায়ন চেয়েছে আদি জাত পরিচ্ছন্নতাকর্মী তেলুগু ভাষাগোষ্ঠী সম্প্রদায়।

শনিবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আর.সি মজুমদার আর্টস মিলনায়তনে তেলেগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনায় এ দাবি জানান সংগঠনে নেতারা। এসময় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্বর্ধনাও দেয়া হয়।

তেলুগু নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকুরি দিতে হবে। আমরা প্রধানমন্ত্রীর এ নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চাই। পরিচ্ছন্নতা পেশায় তেলুগু সম্প্রদায়ের জন্য ২০ শতাংশ কোটা বরাদ্দ রাখতে হবে। তেলুগু সম্প্রদায়ের পেশা ভাষা, কৃষ্টিকালচার বিবেচনা করে সংঘবদ্ধ ভাবে বসবাস করার ব্যবস্থা করতে হবে। এসডিজি বাস্তবায়নে তেলুগু সম্প্রদায়কে পিছনে না রেখে মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। তবুও আপনাদের যৌক্তিক দাবিগুলো বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে স্মারক লিপি দেবেন। আমিও আমার জায়গা থেকে আপনার জন্য কাজ করে যাবো।

বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন বলেন, তেলুগু সম্প্রদায়ের লোকজনকে বাস্তবভিত্তিক কর্মমুখি শিক্ষা অর্জন করতে হবে। শুধু সিটি করপোরেশনের মুখাপেক্ষী হয়ে নয়, সরকারের বিভিন্ন দফতর ও পরিদফতরে চাকুরির জন্য আবেদন করতে হবে।

তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির যুগ্ম-আহ্বায়ক রিচু আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব যোশেফ-ইউ.কে, নন্দম- জয়’র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়াজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক নাজমা আক্তার-সহ তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির নেতারা।

যায়যায়কাল/২০আগস্ট২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *