
বাঙলা মাতৃভাষা
মো. জাবেদুল ইসলাম
বাঙলার মানুষ কথা বলি
বাঙলা ভাষাতে
বাঙলায় মোরা মনের ভাব
প্রকাশ করি একে অপরে।
বাঙলায় লিখি চিঠিপত্র মোরা,
রাষ্ট্র, অফিস আদালতে ।
বাঙলায় আখিঁ ছবি মোরা,
নদী ও কাঁশ ফুলের।
বাঙলায় আখিঁ পাহাড়-পর্বত,
সাগর ও সমুদ্রের ।
বাঙলা ভাষাকে ভালোবেসে,
মোরা বুকে আঁকরে থাকি ধরে ।
বাঙলার তরে দিয়েছি মোরা
তাজা রক্ত বুকের ঢেলে।
বাহায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে
রক্তে রঞ্জিত হয়েছিল বাঙলার রাজপথ ।
বাঙলার তরে প্রাণ দিয়েছি মোরা
দেখেছে এই বিশ্ব ভূবন।
বাংলা ভাষায় কথা বলা
তোমরা সবাই শিখ
বাঙলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মোরা বাঙালী,বাঙলা হল,
মোদের প্রাণের ভালোবাসা।
বাঙলার তরে যে কোন ত্যাগ,
মোরা শ্বীকার করতে জানি।
যায়যায়কাল/২৩ফেব্রুয়ারি/কেএম