বুধবার, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি নির্বাচন ২০২২-২০২৪

বাচসাস নির্বাচনে বিজয়ী সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ

নিজস্ব প্রতিবেদক, সুদীপ দেব নাথ (রিমন) বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফল সন্ধ্যার একটু পরে প্রকাশিত হয়েছে।৫৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু আলীম (১৮৪)। সাধারণ সম্পাদক হয়েছেন রিমন মাহফুজ (২০৩)।

বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি অঞ্জন রহমান (১৯৮) ও রাশেদ রাইন (১৪০), সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল (২৫৪), অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার (১৮১), সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন (১৮১), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী (২৫১), সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস (১৯২), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ (২০৫), দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর (আওয়াল) (২৪৩)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন লিটন এরশাদ (২৪২), মাঈনুল হক ভূইয়া (২৩৪), রুহুল আমিন ভূইয়া (২৩২), আমিনুর রহমান লিটন (২২৯), আনিসুল হক রাশেদ (২২৪), রুহুল সাখাওয়াত (২২৫), লিটন রহমান (২২২) শফিউল্লাহ সুমন (২১৭), ও রাফি হোসেন (১৭১)।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক ফরিদ বাশার। তার সঙ্গে ছিলেন আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনের নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ (‘বাচসাস’)।

রিমন / সুদীপ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *