
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই হাসপাতালের সামনে একটি বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এছাড়াও বাসে থাকা বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও সড়কের কিছু অংশে রক্ষণাবেক্ষণের অভাব এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দুর্ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া ফেলেছে।