শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির ভোটের অধিকারের আন্দোলন এখনও শেষ হয়নি: মীর শাহে আলম 

Oplus_131072
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, বাংলাদেশ যখনই স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে সেই সংকট নিরসন করেছেন।
হাসিনা ৩ আগষ্টেও বলেছিল, শেখের বেটি পালায় না, অথচ ৫ আগস্ট স্যান্ডেল রেখে পালাতে বাধ্য হয়েছে।
হাসিনাসহ তার দলের নেতাকর্মীরা ১৭ বছর নানা অন্যায়-জুলুম করলেও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি সংযমের পরিচয় দিয়েছে। বিএনপি কারো বাড়িতে হামলা, দখল বাণিজ্য করেনি। সুযোগ থাকা স্বত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করেনি। এ থেকে বোঝা যায় দেশনায়ক  তারেক রহমানের বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ। ইনশাআল্লাহ আগামীদিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। বুধবার বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হাবিবপুর স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম আরো বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করেছে সে আন্দোলন এখনও শেষ হয়নি। এ আন্দোলনে সবাইকে বিএনপির পাশে থাকার আহবান জানান তিনি। এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত জনতা হাত তুলে ভোটের আন্দোলনের একাত্মতা প্রকাশ করেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিক। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন ফটু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল প্রমুখ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ