মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে পুলিশের অভিযানে জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

খান মো. আঃ মজিদ দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন সেতাবগঞ্জ পৌরসভার ভরড়া জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় গভীর রাতে পুলিশের একটি সফল অভিযানে জুয়া খেলার সময় ৫ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়েছে।
অভিযানে জুয়ার সরঞ্জামসহ নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। ১০ জুলাই ২০২৫ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ শামীম আকতার সরকার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার ও সেকেন্ড অফিসার ওয়াসিম। অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন এসআই শামীম। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: অখিল চন্দ্র রায় (৩২), দুলাল রায় (৩০), মোঃ জয়নাল (৩৫), রিপন চন্দ্র রায় (২৪), মোঃ কাফি (৩৭)। তাদের সবার বাড়ি বোচাগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পুরাতন ত্রিপল, ৩টি চটের বস্তা, ৫২টি খোলা তাস ও মোট ২ হাজার টাকা নগদ জব্দ করে। টর্চলাইটের সাহায্যে অভিযান চালিয়ে ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে The Public Gambling Act,  ১৮৬৭এর ৩/৪ ধারায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং-৮, জিআর নং-৮৪) রুজু করা হয়েছে।
মামলার তদন্তভার পেয়েছেন এসআই (নিঃ) মোঃ রেজাউল করিম।
স্থানীয় সচেতন মহলের দাবি, এ ধরনের জুয়া, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের পেছনে যারা ইন্ধন জোগাচ্ছে—তাদেরকে চিহ্নিত করা জরুরি। প্রশ্ন উঠছে, এই চক্রগুলো নিয়মিতভাবে অর্থ পাচ্ছে কোথা থেকে? কারা তাদেরকে সহায়তা করছে? স্থানীয়রা চান, শুধু মাঠপর্যায়ের কর্মীদের নয়, এসব অপরাধের মূল হোতাদেরও আইনের আওতায় আনা হোক।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং যারা পেছন থেকে এসব কর্মকাণ্ডে ইন্ধন যোগাচ্ছে, তাদেরও চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ