মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

মো. রিপন হাওলাদার, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫), তিনি মাদারীপুর সদর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

অপরজন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কালিগাও খাজড়া এলাকার মৃত এমাজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫), তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার কাজে এসেছিলেন।

জানা গেছে, বিকেল ৪টার দিকে মাদারীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে চরগোবিন্দপুর এলাকার জেএসবি ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে যান কাজল।

এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সেখানে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় কুন্তিপাড়া এলাকায় শাজাহান শেখের ফসলি জমিতে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন হাফিজ। স্থানীয়রা হাফিজকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে বিকেল ৪টা থেকে দুই ঘণ্টার টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বেশ কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। দুজনই শ্রমিক। তারা অন্য জেলা থেকে এখানে কাজের জন্য এসেছিলেন। এখানে তারা যে আয় করতেন, তা দিয়েই চলতো তাদের সংসার। নিহত দুজনের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ