
মো. সাখাওয়াত হোসেন, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে মিয়া বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার লাইলাতুলকদরের রাতে উপজেলার চাপিতলা ইউনিয়নে সাবেক মুখছেদ চেয়ারম্যান (মিয়া বাড়ির) মজনু মিয়ার ছোট ছেলে শরীফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ইলেক্ট্রিশিয়ান শরীফ মিয়া জানান, বৃহস্পতিবার লাইলাতুলকদরের রাতে আমি নামাজ আদায় করতে মসজিদে চলে গেলে, আমার স্ত্রী বাচ্চাদের ঘুম পাড়িয়ে নামাজের ওজুর জন্য বাইরে যায় এরপর ৫/৭ জনের একদল ডাকাত তার অগোচরে ঘরে ডুকে, ওজু শেষ করে ঘরে ডুকলে আমার সর্বাবস্থায় অসুস্থ স্ত্রীর মুখে কাপড় পেচিয়ে ভাংচুর করে কিছু না পেয়ে আমার ছেলের গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আলমারিতে রাখা সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯৫ হাজার টাকা লুট করে ঘরের পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। পরে আমার স্ত্রী মুখে কাপড় পেচানো অবস্থায় পাশে বাড়ির ভারাটিয়ার কাছে সাহায্য চাইলে তারা মুখের বাধন খুলে দেয়।
এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে কিনা জানতে চাইলে, এখনো অভিযোগ করেন নি বলে জানা যায়।