শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে এই বাংলার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: দৈনিক এই বাংলা পত্রিকার যথাযথ মর্যাদায় ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীর অ্যাসোসিয়েশন ভবনে পালন করা হয়েছে।সেখানে যোগ দিতে আসা নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, উচ্ছ্বাস ছিল দেখার মতো।

শুক্রবার সন্ধ্যায় মহানগরীর অলকার মোড়ে অ্যাসোসিয়েশন ভবনে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক যায়যায়কালের রাজশাহী প্রতিবেদক পাভেল ইসলাম মিমুলের সঞ্চনালায় ও দৈনিক এই বাংলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এই আনন্দময়ী আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামিজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এতে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: মাইনুল হক হারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: শফিকুল আলম জিতু, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাগর নোমানী, এই বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল সরকার রিচার্ড, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মো: রকিবুল হক টফি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো: জহরুল হক, যুবনেতা আশিকুল আলম লিটু, নাবিল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো: হাসিবুদ্দিন প্রমুখ।

রাজনীতিবিদরা বলেন, গণমাধ্যম দেশের সুশাসন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখছে। গণমাধ্যমের কাছে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে পাথেয় করে দৈনিক এই বাংলা প্রতিষ্ঠায় বারো বছর পার করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে ফুলেল শুভেচ্ছা। এই বাংলা দেশের স্বনামধন্য প্রচারিত দৈনিক। এ পত্রিকা সংবাদপত্র জগতে এক নতুন মাত্রা যোগ করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *