মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন 

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদী জেলার প্রত্যন্ত অঞ্চল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন করেছে নরসিংদী জেলা প্রশাসন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি।”

জেলার হলরুম বা সদরে নয় একেবারে জেলার শেষ সীমানা রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ে এবছর নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়। 

আজ শনিবার (২২ অক্টোবর)  সকাল ১১ টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ড, বিআরটিএ’র সভাপতি  এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত  পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। এছাড়াও রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাদেক, ইউএনও মো. আজগর হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সহ মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফারুক মিয়া, সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, কোহিনূর জুট মিল হাই স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা সভাপতি, পরিবহন সমিতির নেতৃবৃন্দ,  স্থানীয় ইউপি সদস্য সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। 

সকাল ১১ টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন  জেলা প্রশাসক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ