বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রৌমারীতে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:31facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 149.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

লিটন সরকার রৌমারী (কুড়িগ্ৰাম): বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ রৌমারী উপজেলা শাখার আয়োজনে শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টার দিকে রৌমারী উপজেলা পরিষদের গেটের সামনে ডিসিরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি রুহুল আমিন, মাওলানা মো. মোতালেব হোসেন, মাওলানা রব্বানী, শফিকুল ইসলাম, সাজেদুল ইসলাম, মাইদুল ইসলাম।

এসময় বক্তব্যরা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের মসজিদভিওিক শিশু ও শিক্ষার কার্যক্রম প্রকল্প ( ৮ ম) পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করাতে হবে। ঈদুল ফিতরের পূর্বের বেতন ও বনাস পরিশোধ করতে হবে। শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে। কোনভাবে আউট সোসিং পদ্ধতিতে নেওয়া যাবে না। শিক্ষক -শিক্ষাকী গণের প্রয়োজনে কেন্দ্র স্থানন্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক- শিক্ষিকগণ অসুস্থ, অবসর অথবা মূত্য বরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন প্রদান করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *