এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরের নকলায় পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ ৩ জন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের শিশু কন্যা তায়েবা, শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম এবং একই জেলার ফুলপুর উপজেলার সাহাপুর উত্তর গ্রামের আবুল কাশেমের পুত্র আলাল উদ্দিন।
আহত শিশু তোবা, আদনান সাবিদ ও উম্মে সালমা (৪০)-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ১১ টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে আহত যাত্রীদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে মধ্যে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতদের বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।