শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শোক দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল।

সোমবার ১৫ (আগস্ট) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাসপাতাল চত্বরে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বিনামূল্যে চিকিৎসা সেবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহদাত বার্ষিকী ও ১৫ আগস্ট শাহাদাতবরণকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। প্রায়ই দেড় হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। বিনামূল্যে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা সহ ওষুধও পেয়েছেন৷ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীক আগত রোগীদের সেবা দিয়েছেন।

তিনি আরও জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাবে রোগীদের ভায়া, কলস্পোকপি, ডায়াবেটিস স্ক্রিনিং, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের চাপ মাপা হয়েছিল।

সকালে ৮টায় হাসপাতালের পক্ষ থেকে একটি শোক র‌্যালী বের হয়ে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে চিকিৎসকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে হাসপাতালের শহীদ ডাক্তার মিলন হলে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনকর্মের উপর আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *