শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে এ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

এনাম নাহার সন্দ্বীপ থানার দক্ষিণ পার্শে থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রুপালী ক্রেডিটের সামনে সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা করেন তারা।

পথসভায় বক্তব্য দেন সন্দ্বীপ থানার এসআই আবু মুসা, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আশ্রাফ উল্ল্যাহ, জাতীয়তাবাদী যুবদল মুছাপুর ইউনিয়নের আহ্বায়ক আলিম মেম্বার, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরনবী হৃদয়, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান।

উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রীস আলম, সন্দ্বীপ থানার এসআই হুমায়ুন, মুছাপুরের সাবেক ইউপি সদস্য নাহিদ, হুমায়ুন কবির, জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম সম্পাদক মো. ইউছুফ, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, যুবদলনেতা মনির, উপজেলা মৎস্যজীবী দলের নেতা দিদারুল আলম, সন্দ্বীপ অধিকার আন্দোলনের অর্থ সম্পাদক নজরুল ইসলাম, পৌরসভার আহ্বায়ক আকতার হোসেন, কার্যকরী সদস্য সেলিমসহ শতাধিক ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *