বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইলে নিষিদ্ধ পলিথিন কারখানায় ইউএনও’র অভিযান, কারাদণ্ড ও জরিমানা

এস এম পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কামাল মিয়া নামে এক কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন। সাজা ও জরিমানা প্রাপ্ত কামাল মিয়া জেলার বিজয়নগর উপজেলার আবদুল গফুরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া গ্রামে অবৈধভাবে পলিথিন প্রস্তুত করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক কামাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।

ইউএনও জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সরাইল থানা অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল হাসানসহ পুলিশ সদস্যরা ও আনসার উপস্থিত ছিলো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ