শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সরাইল উপজেলা প্রশাসন।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে বিশেষ সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান।

সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। পরে দুপুর পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এসময় মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসাইন জানান, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল। এছাড়াও ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার সর্তক করা হয়েছিল। কিন্তু অবৈধভাবে মহাসড়কের জায়গায় গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজকে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *