রবিবার, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতক্ষীরার তালায় সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি খাস জমি দখল করে তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর (লক্ষণপুর) বাজারে প্রায় ০.০৫ একর সরকারি সম্পত্তিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই নির্মাণকাজ করেছেন মোঃ সেলিম সরদার নামের এক ব্যক্তি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক স্থানীয় বাসিন্দা।

বর্তমানে তিনি বহুতল ভবন নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছে। অভিযোগকারী মোঃ আব্দুল লতিফ, উপজেলার হাতবাস গ্রামের বাসিন্দা। তিনি গত ০৫/০৫/২০২১ ইং তারিখে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে তালা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ জেলা প্রশসকের দপ্তরে এই লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, হাতবাস গ্রামের মোঃ খালেক সরদারের পুত্র মোঃ সেলিম সরদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমিতে একটি একতলা ভবন নির্মাণ করছেন।

আব্দুল লতিফের অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এই অবৈধ নির্মাণকাজে মদনপুর বাজার কমিটির সদস্যরাও জড়িত থাকতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন। তার মতে, সরকারি জায়গায় এ ধরনের বাণিজ্যিক ভবন নির্মাণের ফলে ঐতিহ্যবাহী বাজারটি ভবিষ্যতে ধ্বংসের মুখে পড়বে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। তৎকালীন সময়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এই বিষয়ে অভিযুক্ত মোঃ সেলিম সরদারের সাথে কথা বলতে মদনপুর বাজারে গিয়েও তার প্রতিষ্ঠানে তাকে পাওয়া যায়নি। মদনপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমাদুল হক ও স্থানীয় গ্রাম্য ডাক্তার সাইদুর রহমান জানান, প্রকৃতপক্ষে এটি সরকারি পেরিফেরির জায়গা। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এ ধরনের একতলা ভবন করেছে। পুনরায় বহুতল ভবন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।

সুভাষিনী ইউনিয়ন সহকারী কর্মকর্তা কাজী মনিরুজ্জামান বলেন, বিষয়টি অনেক আগের। তবে নথি দেখে বিস্তারিত বলতে পারবো। তিনি আরো বলেন সম্প্রতি সময়ে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করলে আমাদের অবহিত করবেন। আমরা তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেবো।

স্থানীয় সচেতন মহল বাজারের মধ্যে অবস্থিত সরকারি পেরিফেরি সম্পত্তিতে গড়ে উঠা বহুতল ভবনগুলো অপসারণ করার জোর দাবী জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ