বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, যুবক আরমান চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানাধীন এলাকার বাইরা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রবিবার সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে একটি ট্রেনের ছাদে ওঠে।
কিন্তু ট্রেনটি সীতাকুণ্ড উপজেলার পৌরসভাধীন এলাকা অতিক্রমকালে অসাবধানতাবসত ট্রেনের ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান যুবক আরমান। মুহূর্তে মাটিতে মিশে যায় সব আনন্দ এবং আশা আকাঙ্ক্ষা।
আরমান ময়মনসিংহ গৌরীপুর এলাকার বাইরা গ্রামের বাসিন্দা নিহত মোঃ আনিসের ছেলে।
এদিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় আরমানকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাঁর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন নিহত আরমানের বড় ভাই মোঃ রোমান। তিনি কান্নারত অবস্থায় বলেন, আগামীকাল সোমবার আমার বিয়ের কথা ছিল।
আমরা বিয়ের সব আয়োজন শেষ করেছি। গতকাল রাতে এবং সকালেও আরমানের সাথে কথা হয়েছে। সে ট্রেনে করে বাড়ি ফিরবে। কিন্তু আমরা জানতে পারলাম আমার ভাই গ্রামের বাড়িতে আসার সময় ট্রেন থেকে পড়ে মারা গেছেন। খবর পেয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠেছি।
আমার ভাই চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় চাকরি করে। আমার বিয়েতে অংশ নিতে সে বাড়ি ফিরছিল। তাঁর আর বাড়ি ফেরা হলো না। বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফ সিদ্দিকী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ