
আমিনুল হক,শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও হলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ থেকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার সাড়ে ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ না করায় আবারও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগেও মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোনো স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি প্রশাসন।
এদিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান করলে উভয়পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে পাবনা-ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাকারিয়া, তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন, বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের মিরাজ, দ্বিতীয় বর্ষের ছাত্র আম্বারসহ শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। পর্যাপ্ত না থাকায় ডিপার্টমেন্টের সংকট রয়েছে। এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।
শিক্ষার্থীরা আরো বলেন, প্রশাসন মেরুদণ্ডহীন, অকর্মণ্য, যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস নির্মাণ করতে হবে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছলাম আলী বলেন, কয়েক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে মহাসড়কের উভয়পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধ তুলে নেওয়ার জন্য